ময়মনসিংহের মুক্তাগাছায় ঘাতক পিতার হাতে ৫ বছর বয়সি এক শিশু খুন হয়।
১২ই আগষ্ট বুধবার রাত ১০ ঘটিকার সময় পাষন্ড পিতার নির্মম হত্যাকান্ডের শিকার হন ৫ মাস বয়সি এই শিশুটি। ঘাতক পিতা নিজের হাতে শিশুকে হত্যা করার পরে সে নিজেও আত্বহত্যা করার চেষ্টা করে।ঘটনাটি ঘটে মুক্তাগাছা উপজেলায় দাওঁগাওঁ ইউনিয়নের চন্দনীআটা গ্রামে।সে ওই গ্রামের মৃত তমেজ আলীর পুএ। এলাকা বাসি জানায় সে পুর্বে থেকেই একটু অস্বাভাবিক আচরন করত।স্থানিয়রা ঘটনার বিষয়টি টের পেয়ে স্থানিয় মুক্তাগাছা থানা পুলিশ কে খবর দেয়,এ সংবাদে মুক্তাগাছা থানার পুলিশ পরিদর্শক তৎস্থলে পৌছে নিহত শিশুর লাশ উদ্বার করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরন করে।এবং ঘাতক পিতা শাজাহান কে আটক করে।