মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা মহামারী অসহায় অস্বচ্ছলদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথী হিসেবে উপস্হিত ছিলেন সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
নগরীর টাইগার পার্স বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আজ ১৩ আগস্ট সকালে আয়োজিত অনুষ্ঠানে সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির বলেন,করোনার অপঘাতকে মেনে নিয়ে নতুন করে পথ চলার অভ্যাস আয়ত্ত্বে আনতে হবে।এতে করে জীবন-জীবিকার সমন্বয় হবে সংকটকালীন সময়ে যারা পাশে এসে দাঁড়ায় তারাই সঠিক ও প্রকৃত বন্ধু।করোনাকালে টিকা গ্রহণের।আগেই প্রকৃত প্রতিরোধ হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা।
সাবেক কাউন্সিলর ও খুলশী থানা আওয়ামী লীগের আহবায়ক মোহাম্মদ হোসেন হিরন’র সভাপত্বিতে কায়সার মালিকের সঞ্চালয়নে এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ সভাপতি শফর আলী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, ২০ নং দেওয়ান বাজার ওর্য়াড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, মহানগর আওয়ামী লীগের সদস্য বেলাল আহমেদ, স্বেচ্ছা সেবক লীগ নেতা আবদুর রশীদ লোকমান, লালখান বাজার ওর্য়াড আওয়ামী লীগের সদস্য আনিসুর রহমান আনিস, বক্সীরহাট ওর্য়াড আওয়ামী লীগ নেতা মামুনুর রশীদ মামুন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাএলীগ নেতৃবৃন্দ।