বাগেরহাট জেলার ,
মোড়েলগঞ্জ থানার,১৬ নং খাউলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পঞ্চিম পাড়ের রাস্তাটির এই করুন দশা গত ঘুর্নিঝড়ে ইয়াসের পর থেকে।
রাস্তা তৈরি করার সময়ই অনিয়ম ও দুর্নীতির কারনের জন্যে জল জমে রাস্তার এই বেহাল দশা বলে এলাকাবাসীর অভিযোগ।
উল্লেখ্য যে, গত ইউপি নির্বাচনের মনোনয়ন পাওয়া চেয়ারম্যান থাকা মাষ্টার আবুল খায়ের সাহেবের আকস্মিক মৃত্যুর পর থেকে দেখভালের বেশ অভাব বোধ করছেন এলাকাবাসী ।
বাগেরহাট জেলার ,
মোড়েলগঞ্জ থানার। ১৬ নং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পঞ্চিম পাড়ের একটি রাস্তার বর্তমান অবস্থা!!
এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিলো এই রাস্তাটি সংস্কারের জন্য । কিন্তু স্থানীয় চেয়্যারমান , মেম্বার, ধনীদের কেউ এগিয়ে না আসায় এলাকাবাসী আজ ১৩/০৮/২০২১ খ্রিস্টাব্দ সকালে স্থানীয় লোকজনের মিলিত সিদ্ধান্তে ঐ চলাচলের একমাত্র রাস্তায় ধান চাষ করে অভিনব প্রতিবাদ প্রদর্শন করেন।
এ বি সি টেলিভিশন এর বাগেরহাট জেলা প্রতিনিধি এসএম মোস্তাফিজুর রহমান লাকি কে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সম্মানিত সিনিয়র নাগরিক জানান যে, এইরুপ অভিনব প্রতিবাদ করার পরেও যদি অচিরেই এই রাস্তাটি মেরামত না করা হয় তবে এলাকাবাসী আরো কঠিন প্রতিবাদ করে সংশ্লিষ্ট কতৃপক্ষকে বাধ্য করবে রাস্তা মেরামত করাতে বলে
এলাকায় এই নিয়ে ব্যাপক চাঞ্চল্য ও হাস্যরসের সৃষ্টি করেছে।