শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী গ্রামে আছে একটি ইউনিয়ন স্বাস্থ্য ওপরিবার কল্যান কেন্দ্র। নামে মাত্র এটি স্বাস্থ্য কেন্দ্র কামের বেলায় ঠন ঠনা ঠন ।কারন এখানে একজন মাত্র অফিসার আসে তাও আবার প্রতিদিন নয়।কোনদিন দশটায় আবার কোনদিন বারোটায়।এভাবে চলল্লে কি সেবা পাবে এলাকার মানুষ ।সবচেয়ে বড়কথা স্বাস্থ্য কেন্দ্রের চারপাশে জঙ্গোলে বা আগাছা এ ভরা এখানে বাস করে যত প্রকার মশা।এবংস্বাস্থ্য কেন্দ্রের মাঠের চড়ানো হয় গরু।স্বাস্থ্য কেন্দ্রে যদি মশার বসবাস হয় বা গরু চড়ানোর জায়গা হয় তাহলে এখানে স্বাস্থ্যের কি সেবা দেওয়া হয় বা পাওয়া যায়।