অন্যের বাসার উপর দিয়ে।বছরের পর বছর।অবৈধ বিভিন্ন সব লাইনের তার। হিজিবিজি করে দিয়ে রেখেছে।সমাজের অনেক দুষ্টু চক্র লোকেরা। কোনো ভালো খাম্বা নেই লাইনের।
গ্রামঃ-দক্ষিণ সেহাচর,ইউনিয়নঃ-ফতুল্লা,
থানা+পোষ্টঃ-ফতুল্লা ও জেলা নারায়ণগঞ্জ।ইয়াদ আলী মাস্জিদ।আর বায়তুল ফালা জামে মাস্জিদ সংলগ্নে।
৩০-৩৫ বছরের ভিতরে।কোনো বৈদুতিক খুটি লাগানো হয়নি।অনেক দিন পর।একটি ছোটো অমজবুত খাম্বা বসানো হয়েছে।দুই দিন পর পর কারেন্টের ফেইজ চলে যায়।বিভিন্ন কাজের কথা বলে।এই এলাকার দুষ্ট চক্র লোকেরা।সবাই একত্র হয়ে।বিভিন্ন সময়ে অনুদানের টাকা।বিভিন্ন জায়গার থেকে উঠিয়ে।কিছু টাকা খরচ করে।বাকি সব টাকা,নিজেরাই ভাগ বাটোয়ারা করে খায়।আমি অন্যায় কাজের বাঁধা দিলে।কোনো কিছু বললে।আমার উপরে সব সময় আক্রমণ করে।এত বছর হয়ে গেলো।তবু ও তাদের চরিত্র ভালো হলোনা।আমাদের বাসায় বাচ্চা পোলাপান আছে।যখন তখন বড় ধরণের একটি দুর্ঘটনা ঘটতে পারে।তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে।আমার আকুল আবেদন থাকবে।এই অন্যায়কারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে।আইনের আওতায় এনে।কঠিন শাস্তির ব্যাবস্থা করা হোক।