জামালপুরে গলায় আপেল আটকে এক শিশুর মৃত্যু
শফিকুল ভূঁইয়া এ.বি.সি নিউজ জামালপুর জেলা প্রতিনিধি
-
Update Time :
বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
-
৩১২
Time View
জামালপুরের ইসলামপুরে নানা বাড়িতে গলায় আপেল আটকে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধায় এ দূরঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, জামলপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের লাহাড়ী কান্দা গ্রামের ফারুক মিয়ার দেড় বছরের পুত্র হযরত আলী মা ময়না বেগমের সাথে কয়েক দিন আগে ইসলামপুর উপজলোর পার্থশী ইউনিয়নের ডেংগাগড় বানিয়া বাড়ী গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। বুধবার সন্ধায় আপেল খেতে গিয়ে গলায় আপেল আটকে যায়। পরে তাকে ইসলামাপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলা কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category