দির্ঘ দিন যাবত করোনার কারনে স্কুল বন্ধ থাকায় শেরপুর সদর উপজেলার ৭নাংভাতসালা ইউনিয়নের সাপমারী অগ্রদুত একাডেমির কর্তিপক্খ স্কুল মাঠে ধান চাষের সিন্ধান্ত নিয়েছে।এখানে রোপন করা হয়েছে বাউয়া ধানের চারা।স্কুল মাঠে যদি ধান চাষ করা হয় তাহলে লেখাপড়ার কি অবস্থা হবে।লকডাউনের কারনে বিলুপ্তহয়ে যাচ্ছে স্কুল প্রতিষ্ঠান.নষ্ট হয়ে যাচ্ছে ছাত্রছাত্রিরা।স্কুল বন্ধের কারনে লেখাপড়া না থাকার কারনে ছেলেরা সবসময় ব্যাস্তথাকে মোবাইলে ভিডিও গেম খেলায় এবংঅন্যায় কাজে লিপ্ত হয় ।এইহচ্ছে বর্তমানে স্কুলের অবস্থা লেখাপড়ার পরিবর্তে স্কুল মাঠে হচ্ছে বাউয়া ধানের চাষ ।নিম্নে ধান চাষের ছবি দেওয়া হলো।