বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিচ্ছেন সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, জেলা প্রশাসক ইসরাত জাহান, পুলিশ সুপার এসএম মুরাদ আলী প্রমুখ।
বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ, নগদ অর্থ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
আজ রবিবার ( ৮ আগস্ট) হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিতে হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ইতিহাসের সাথে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের নাম জড়িত। প্রতিটি মুক্তিসংগ্রামের আন্দোলন তিনি অবদান রেখেছেন, নারীদের উন্নয়নের জন্য তিনি দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে নারীদের সংগঠিত করেছেন।
জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, উপ পরিচালক স্থানীয় সরকার নাজমুল হাসান, জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবুল আলম, উপকারভোগী নারীদের মধ্যে রুমা আক্তার প্রমুখ।
এসময় ৬৩ জন স্বামী পরিত্যক্ত বিধবা নারীকে সেলাই মেশিন, ২০ জনকে নগদ ২ হাজার টাকা এবং রচনা প্রতিযোগীতায় ৬ জন বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের এবং দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।।