সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলংয়ের, রহমতপুর এলাকায় রাতের আধারে বেশ কয়েকটি বসতবাড়ি থেকে চুরি করার সময় দুই চোরকে হাতেনাতে আটক করে এলাকাবাসী পরে সামাজিক সংগঠন মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘে’র সভাপতি, রুবেল আহমেদ ও এলাকার মুরব্বিদের সহযোগিতায় গোয়াইনঘাট থানা পুলিশের এএসআই মারুফ আল মুকিত এর কাছে চোরদের সোপর্দ করা হয়। বুধবার রাত ১১টার দিকে উপজেলার রহমতপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ সময় এলাকাবাসীর অভিযোগ অপর এক চোর স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালিয়ে গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার তামাবিল এলাকার নাজমুল হোসেন মুন্নাসহ আসপাশ এলাকার অনেক বাড়িতেই চুরি করে, রহমতপুর এলাকার মৃত: নজরুল মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৪) জৈন্তাপুর উপজেলার আসাম পাড়া গুচ্ছগ্রামের রফিকুল ইসলাম (৩১) সে দীর্ঘদিন যাবত রহমতপুর গ্রামের রিনার বাড়িতে ভাড়া বাসায় থাকে। এসময় তাদের বাসায় তল্লাসি করে, একটি এলইডি টিভি, ১০টি, মোবাইল ফোনসহ বেশ কিছু দেশীয় অস্র উদ্ধার করা হয়। এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব বলেন, চুরি হওয়া মালসহ দুইজন কে আটক করা হয়েছে এর মধ্যে শফিকুল ইসলাম পূর্বেও চুরির মামলায় গ্রেফতার হয়েছিল। এ ঘটনায় ঘর চুরি মামলা দিয়ে দুজনকেই জেল হাজতে প্রেরণ করা হয়েছে।