রানীশংকৈল উপজেলার ১ নং ধর্মগড় ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামের রাকিব (২৪)নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন | সে ধর্মগড় ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামের হযরত আলীর ছেলে | গ্রামবাসীর সুত্রে জানা যায়-রাত ২টায় নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রাকিব | পরে ঘরে তার লাশ ঝুলুন্ত অবস্থায় থাকলে পরিবার পুলিশকে খবরটি জানান | কি কারন গলায় ফাঁস দেয়া হয়েছে তার সঠিক তথ্য এখনও অধরায় রয়ে আছে | পুলিশের তদন্তের মাধ্যমেই আসল রহস্যের জট বেরিয়ে আসবে বলে গ্রামবাসীদের অভিমত |