সিলেটের গোয়াইনঘাটে প্রকৃতিকণ্যা জাফলংয়েএক পর্যটক নদীতে ডুবে নিখোঁজ এবংবিছনাকান্দি থেকে ফেরার পথে নৌকা ডুবে দুই ভ্রমন পিপাসুর সলিল সমাধির ঘঠনা ঘষটেছে।
থানাপুলিশ সূত্রে জানা যায় ২২জুলাই টাঙ্গাইল থেকে জাফলংয়ে আসা পর্যটক দলের ইমরান(১৭) বেলা আড়াইটায় জাফলং জিরো পয়েন্টে পানিতে নামলে ডুবে যায়।অনেক সন্ধান করেও ২৩জ্লাই পর্যন্ত তার খোঁজ মেলেনি।সে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার ঝুরুদিঘী গ্রামের ফরিদ মিয়ার ছেলে।
২৩জুলাই বেলা দু’টায় বিছনাকান্দি পর্যটন ঘুরে সিলেট ফেরার পথে পিরের বাজাররের টেকনাগুল এলাকায় একটি খালে নৌকাডুবে সলিল সমাধি হয়েছে আরও দু’জনের। তারা পর্যটন ঘুরে টেকনাগুল গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। নৌকাযুগে খাল পারাপারের সময় ডুবে গিয়ে নিথর হয় রুমেল মিয়া (১৭) পিতা মোঃ আলী হোসেন ও সাগর মিয়া(১৬)। পিতা মৃত পান্নু মিয়া। তাদের বাড়ি সুনামগঞ্জের ধীরাই থানার ভাটিপাড়ায় হলেও বর্তমান ঠিকানা সিলেটর এয়ারপোর্ট থানাধীন গোয়াইটুলা মল্লিকা ৫২। দুজনকে সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। ওসি পরিমল চন্দ্র দেব নিখোঁজ ও নিহতের বিষয়টি নিশ্চিত করেন।