আজ পবিত্র ঈদুল আজহার কুরবানীর পশুর চামড়ার নিয়ে দুপুরে ফেসবুক লাইভে আসেন ব্যারিস্টার সুমন। হঠাৎ তিনি দেখতে পেলেন তার কুরবানী করা পশুর চামড়া ব্যবসায়ী মাত্র 50 টাকা কিনে নেওয়ার জন্য প্রস্তাব করেন। তখনই ব্যারিস্টার সুমন লাইভে এসে চামড়ার বিষয় নিয়ে কথা বলার সময় একপর্যায়ে তিনি বলেন পুরো দেশই এতিমের মতো আছে এতিমদের কথা আর কি বলব? তিনি বলেন, আমরা দেখতাম আমার বাবা চাচা জ্যাঠা একটি চামড়া ৮০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত বিক্রি করতেন। কিন্তু সে চামড়ার দাম বর্তমানে ৫০ টাকা হয় কিভাবে? আর এর নৈপথ্যে কারা কাজ করছে! তিনি তাদেরকে শুধুমাত্র কুরবানীর দিনে পশু কুরবানীর চেয়ে নিজের স্বার্থকে সারাক্ষণ কুরবানী দেওয়ার পরামর্শ দেন। তাহলে গরীব দুঃখী মানুষের হক কুরবানীর পশুর চামড়ার ন্যায্য মূল্য পাওয়া যাবে।