নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর নওগা) সাবিনা ইয়াসমিন তার ৪ বছরের শিশুকে পাশের জেলা বগুড়া রেখেই নিজ কর্মস্থল নওগাঁ সদর দায়িত্ব পালন করছেন।
“এত কাছে তবুও কেন জানি অনেক দূরে”
নওগাঁ থেকে বগুড়া দূরত্ব মাত্র এক ঘন্টার পথই হবে অথচ সাহিম তার ছেলে (তার একমাত্র সন্তান : চার বছরের ছোট্ট শিশু ) ছেড়ে এই প্রথম ঈদ পালন করছেন। এটা প্রথম নয় ,পুলিশের চাকরি করার সুবাদে এর আগেও অনেক ঈদেই তিনি ছুটি পায়নি তবে পরিবারের সাথে একসাথে থাকার কারনে ঈদটা সবার সাথে পালন করতে পেরেছেন। সে কথা ভাবতেই বুকের ভিতর তার ভীষণ শূন্যতা অনুভব করেন আর মনে মনে ভাবেন
“চাকরির জন্য জীবন নাকি জীবনের জন্য চাকরি”
পরিশেষে কিছুটা সময় নওগাঁ পুলিশ লাইনের সবজি বাগানের পরিচর্যা করে মন ভালো করার চেষ্টা করেন! তিনি যেন হাজারো চাকরিজীবী মায়ের প্রতিচ্ছবি।