বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের সানজিদা আক্তার (মুনা) (৩০), নামের এক গৃহবধুর উপর অমানবিক আচারণ করা হয়েছে। ভুক্তভোগী নারি জানায় জন্মসূত্রে তিনি বৌদ্ধ ধর্ম অনুসারি ছিলেন। এবং তার জন্ম সূত্রে বাসস্থান চট্টগ্রাম । মোংলার মিঠাখালী ইউনিয়নের আঃ সালাম শেখ (৬০), এর ছেলে মহিবুল্লা শেখ (৩৩), এর সাথে তার পরিচয় কর্ম সূত্রে সেখান থেকে প্রেমের সম্পর্ক হয় ও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহ হওয়ার আগেই ভুক্তভোগী নারি তার নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেন।
বিয়ের কিছুদিন পর ভুক্তভোগী নারি বুঝতে পারে, সবই ছিল প্রতারনার ফাঁদ, তার কাছে থাকা ৫ লহ্ম টাকা ও ৪ ভরি স্বর্ণ নেওয়ার অভিযোগ করেন তিনি। বিয়ের ১ বছরের মাথায় তাকে বিক্রি করে দেওয়া হয় শহরের এক পতিতলায়ে সেখানে কাটে নিষ্ঠুরতার দিন। ভাগ্যোর জোরে ভুক্তভোগী নারি পতিতলায় থেকে পালিয়ে আসতে সহ্মম হয়।
তিনি আরো বলেন, নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করায় আর ফিরে যেতে পারেনি নিজের কাছের মানুষের কাছে, যার জন্য ত্যাগ করে এসেছে মা – বাবা কে।
এলাকাবাসীর কাছে জানতে চাইলে তারা বলেন, ভুক্তভোগী নারিকে রেখে বাড়ির সবকিছু বিক্রি করে পালিয়ে যায় অভিযুক্ত স্বামী ও শাশুড়ি, বর্তমানে তাদের কোন সন্ধান নাই। ভিহ্মা করেই জীবন যাপন করছেন এই অবহেলিত মহিলা।
ভুক্তভোগী নারি’সহ এলাকাবাসী দাবি করেন দ্রুতই এই অভিযুক্তদের আইনের আওতায় আনা হোক। এই বিষয়ে ভুক্তভোগী নারি মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।